ওয়েবসাইট তৈরি করতে কিকি শেখা লাগে? ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। How to Make a Professional Website in bangla? । প্রযুক্তি বই।

 প্রিয় পাঠক, 

বর্তমান যুগ আধুনিক যুগ, আর এই আধুনিক যুগে সবাই আধুনিকতার সাথে তাল মেলাতে চায়। প্রয়োজনে অপ্রোজনে,  হওক নিজের জন্য বা কোনো ব্যবসায়ের জন্য সবাই একটি ওয়েবসাইট তৈরি করতে চায়। কেউবা লেখা লেখির জন্য ওয়েবসাইট খুলে কেউবা ব্যবসা আবার কেউ পোর্টপোলিওর জন্যও। এই পৃষ্ঠায় ওয়েবসাইট খুলা নিয়ে একটি পূর্ব ধারণা দিলাম। 

How to create a professional website

আসলে ওয়েবসাইট তৈরি করা অন্যান্য সেক্টরের কাজের মতো সহজ নয়। এর জন্য আপনাকে অনেক কিছুকে আয়ত্তে আনতে হবে। একটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে যে জিনিস গুলো আপনাকে করতে হবে তা নিচে ধাপে ধাপে উল্লেখ করলাম। 

একটি ওয়েবসাইট তৈরি করতে কিকি লাগে?
একটি ওয়েবসাইট তৈরি করব কিভাবে? 
পোর্টফলিও ওয়েবসাইট তৈরি করব কিভাবে? 

বিশ্লেষণ এবং বোঝার সুবিধার্থে তথ্য গুলোকে ভাগ করে নেয়া যাক-

  • আপনার সপ্নের ওয়েবসাইটের একটি ডিজাইন আপনাকে তৈরি করে নিতে হবে।
  • আপনার করা ডিজাইনটিকে ওয়েবসাইটের রূপ দিতে আপনাকে কয়েকটি  পোগ্রামিং ভাষা শিখতে হবে।
  • আপনাকে ঐ ভাষা সমূহকে ব্যবহার করে প্রিয় ওয়েবসাইটটির টেম্পলেট তৈরি করতে হবে।
  • আপনার ওয়েবসাইট টি পাবলিশ করার জন্য নির্দিষ্ট ডোমেইন এবং হোস্টিং নির্বাচন করতে হবে।
  • আপনার ওয়েবসাইটি পাবলিশ করার পর এটা Google সার্চ কনসোলে সংযুক্ত করতে হবে।
  • আপনার ওয়েবসাইটি SEO করতে হবে।
এই ধাপ গুলো পূর্ণ করতে পারলেই আপনি একটি পারফেক্ট ওয়েবসাইটের মালিক হতে পারবেন। এখন ঐ ধাপ গুলো নিয়ে একে একে আলোচনা শুরু করি!

আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম পদক্ষেপটি হলো ওয়েবসাইট ডিজাইন করা- ত এটা নিয়েই আগে আলোচনা করি-

ওয়েবসাইট ডিজাইন 

Web-design Template 

ওয়েবসাইট ডিজাইন বলতে কি বুঝি? 
ওয়েবসাইট ডিজাইন বলতে বুঝায় আপনার ওয়েবসাইটি কি রকম দেখাবে বা আপনার ওয়েবসাইটের বাহ্যিক গঠন কেমন হবে। যখন কেউ বা কোনো কোম্পানি তাদের ওয়েবসাইট তৈরি করে এর আগে তারা ওয়েবসাইট ডিজাইনারদের দিয়ে তাদের ওয়েবসাইটি ডিজাইন করে নেয়। যাতে তাদের প্রয়োজনীয় সব তথ্যের সেক্টর গুলো ঐ ওয়েবসাইটে থাকে। আপনি যদি নিজেই আপনার ওয়েবসাইট ডিজাইন করতে চান  তাহলে আপনাকে এই ওয়েবসাইট ডিজাইনের কিছু ধারণা জানতে হবে। আসলে একটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কিকি প্রয়োজন হয় বা আপনার কিকি দরকার পরে তার একটা লিস্ট করে নিতে হবে। এবং ঐ লিস্ট অনুযায়ী আপনাকে ওয়েবসাইটের ভিতরে কিছু সেক্টর বানাতে হবে। যেমন একটি সাধারণ ওয়েবসাইটে এগুলো থাকে-
  • একটি টাইটেল বার,
  • ওয়েবসাইট লগো,
  • ওয়েবসাইট হেডার মেনু,
  • ওয়েবসাইট মোবাইল মেনু,
  • পোর্টফলিও পেজ,
  • কন্টাক্ট পেজ,
  • ওয়েবসাইট এর এবাউট পেজ,
  • কন্টেন্ট পেজ,
  • সোশাল লিংক মেনু,
  • ফুটার মেনু,
  • টার্মস কনডিশন,
  • প্রাইভেসি পেজ।
ইত্যাদি, 
এখন যদি আপনার এর ভিতরে আরো প্লাগিন বা এলিমেন্ট প্রয়োজন পরে এগুলোর একটি লিস্ট বানাতে হবে এবং সে অনুযায়ী পছন্দ করে একটি গঠন বানাতে হবে। আপনার ডিজাইন যত উচ্চমানের বা সুন্দর হবে আপনার ওয়েবসাইট তত সুন্দর দেখাবে। আর যত সুন্দর ডিজাইন তৈরি করবেন ততই পোগ্রামিং ভাষা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এটাই মূলত ওয়েবসাইট ডিজাইনের কাজ। 

দুই নাম্বার ধাপে আমাদেরকে ঐ ডিজাইন অনুযায়ী পোগ্রামিং ভাষা গুলো শিখতে হবে। ত-
ওয়েবসাইট তৈরি করতে কিকি পোগ্রামিং  ভাষা শেখা লাগবে? 
পোগ্রামিং ভাষা
সাধারণ ভাবে আপনি আপনার ব্যক্তিগত একটি ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি কঠিন ভাষা শেখার প্রয়োজন মনে করি না কিন্তু আপনাকে অবশ্যই কয়েকটি ভাষাকে আয়ত্ত করতে হবে এবং এগুলোর প্রয়োগ জানতে হবে।
আপনাকে নিচের এই তিনটি ভাষা সম্পর্কে জানতে হবে এবং কতটুকু জানলে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন তা নিচে % করে দেখানো হলো-
  • HTML           (100%)
  • CSS                (90%) সর্বনিম্ন। 
  • Java Script   ( 20%)সর্বনিম্ন। 
উপরের তিনটি ভাষাকে ঐ % অনুযায়ী আয়ত্ত করতে পারলে আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন।  
এখন আলোচনা করি - কিভাবে বা কেন তিনটি পোগ্রামিং  ভাষা শেখা লাগবে-
শুরুতেই আপনাকে html সম্পর্কে জানতে হবে। 

Note: যারা পোগ্রামিং ভাষা সম্পর্কিত আগের পোস্টটি পড়েন নি তারা অবশ্যই পড়ে আসবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। 

HTML ( মার্কাপ ল্যাঙ্গুয়েজ)
পোগ্রামিং করতে গেলে বা একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে শুরুতেই আপনাকে html জানতে হবে। কারণ html কে ওয়েবসাইটের কঙ্কাল বলা হয়। আমাদের দেহ যেমন হারের উপর নির্মিত তেমনি সমস্ত ওয়েবসাইট ও html এর উপর নির্মিত। মূলত এই html এর উপর ভিত্তি করে বাকী সব পোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। তাই html কে  পোগ্রামিং এর ভিত্তি বা কেন্দ্রীয়   ভাষা বলা চলে। যদিও এটি একটি মার্কাপ ভাষা।

ত প্রিয় পাঠক,  যারা html সম্পর্কে পরিপূর্ণ ভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাদের পোস্ট গুলো দেখবেন।

আসি CSS (স্টাইলশীট) ।
কেন আপনাকে CSS ভাষা শিখতে হবে ?
দেখুন একটি মানুষের সৃষ্টির সময় তার হাড়ের গঠনের পর প্রয়োজন পড়ে তার মাংস পিন্ড, আর ঐ মাংস পিন্ড সহ শরীরে - সুন্দর রূপ দেওয়ার জন্য প্রয়োজন পরে পোশাক নির্মাণের। আর ঠিক  তেমনি একটি ওয়েবসাইটের রঙিন রূপ বা সৌন্দর্য  বৃদ্ধি করার জন্য প্রয়োজন পড়ে CSS ভাষার।
html দিয়ে যে সৌন্দর্য বৃদ্ধি করা যায় না তা না। তবে html দিয়ে ঐ গুলো করতে গেলে অনেক কোড লিখতে হয়।  আর CSS হলো একদম সংক্ষিপ্ত।  যা সহজেই পোগ্রাম কে সুন্দর রূপ দেয়। তাই CSS শেখা প্রয়োজন। 
পরবর্তী তে আমরা CSS এর বাহ্যিক বা ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করব। এর জন্য এই সম্পর্কে সব পোস্ট গুলো দেখে নিবেন।


এবার আসি কেন আমাদের Java script শিখতে হবে?

Java script :
জাভা স্ক্রিপ্ট একটি শক্তিশালী পোগ্রামিং ভাষা, যার উপর ভিত্তি করে আজকের সব গুলো ওয়েবসাইট ডিজাইন করা হয়।
একটি ওয়েবসাইটকে নাড়াচাড়া করাতে বা একটি সুন্দর এনিমেশন দিতে এই জাভা স্ক্রিপ্ট এর ব্যবহার করা হয়।
জাভা স্ক্রিপ্ট ভাষা অনেকটা কঠিন। তবে এর ব্যবহারও অল্প। অল্পতেই অনেক কাজ হয়। যেখানে আপনাকে একটি এনিমেশন দিতে গিয়ে html অথবা css এ ১হাজার কোড লিখতে হবে, সেখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে ৩০০-৪০০ কোড লিখলেই এনাফ। তাই এটাকে শক্তিশালী ভাষা বলা হয়। তাই এটা নতুন অবস্থায় সীমিত শিখলেও চলবে।
অনেকেই মনে করি Java আর জাভা স্ক্রিপ্ট একই!
কিন্তু না!
এটি জানতে অবশ্যই আমাদের দেয়া ঐ পোস্ট টা দেখে নিবেন।

তাই আপনি যদি কোনে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ করতে চান,  আগে এই তিনটি ভাষাকে আয়ত্ত করে নিবেন।  তারপর ঐ ভাষা দিয়ে কোডিং করে ওয়েবসাইট তৈরি করবেন।

Post a Comment

0 Comments